Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন

স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে আসার পূর্বে সর্বপ্রথমে জানা প্রয়োজন আপনার জাতীয় পরিচয়পত্রটি স্মার্ট কার্ডে প্রিন্ট হয়েছে কিনা?


ভোটাররা যেকোনো মোবাইল অপারেটরে এসএমএস পাঠিয়ে স্মার্ট আইডি কার্ড প্রিন্ট হয়েছে কিনা জানতে পারবেন। প্রিন্টেড হলে অত্র কার্যালয়ে যোগাযোগ করবেন। এসএমএস ফরম্যাট নিচে দেওয়া হল।

SC (স্পেস) NID (স্পেস) হল আপনার 17 সংখ্যার NID নম্বর এবং এটি 105 নম্বরে পাঠান

উদাহরণ: SC NID 19785432345654345 এবং 105 পাঠান

দ্রষ্টব্য: আপনার কার্ডে 13টি সংখ্যা থাকলে, NID নম্বরের আগে আপনার জন্মের বছর যোগ করুন। আপনার আইডি নম্বর 1234567891011 (13 সংখ্যা) চয়ন করুন এখন আপনি আপনার জন্ম বছর 19871234567891011 এর মতো।

কিন্তু আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করুন। আপনাকে নীচের মত একটি বার্তা পাঠাতে হবে।

SC (স্পেস) F (স্পেস) রেজিস্ট্রেশন স্লিপ নম্বর (স্পেস) D (স্পেস) yyyy-mm-dd ফরম্যাট জন্ম তারিখ এবং 105 পাঠান


এছাড়াও অনলাইনে এখানে ক্লিক করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়েছে কিনা জানতে পারবেন