নির্বাচন পরিচালনাঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন পরিচালনা।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমঃ
বাংলাদেশী নাগরিকদের সকল সেবা প্রাপ্তি নিশ্চিতের জন্য বহুল ব্যবহৃত দলিলাদির মধ্যে পরিচিত হলো জাতীয় পরিচয়পত্র। ১৮ বৎসর বা তদুর্দ্ধ নাগরিকদের হাতে জাতীয় পরিচপয়পত্র তুলে দেওয়ার প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।
প্রতি দু-বছর পর পর ই এ কার্যক্রম শুরু হয়। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োগকৃত তথ্যসংগ্রহকারীগণ ফরম-২ এ প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের তথ্য হালনাগাদ করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নির্দিষ্ট দিনে ভোটারদের নিকট হতে বায়োমেট্রিক তথ্য ডাটাবেইজে সংরক্ষন করা হয়।
এছাড়াও বাদপড়া ভোটারদের ক্ষেত্রে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, চরফ্যাশন, ভোলা যোগাযোগপূর্বক ভোটারদের তথ্য হালনাগাদ/ নতুন ভোটার নিবন্ধন করতে পারেন।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনঃ
স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেননি/বাদপড়া নাগরিকদের ক্ষেত্রে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, চরফ্যাশন, ভোলা হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেন।
(স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রিন্ট হয়েছে এমন পরিচয়পত্রসমূহ অবিতরণকৃত থাকলে তা সংগ্রহ করা যাবে)
সঠিক ও নির্ভূল ভোটার তালিকা বির্নিমানে জাতীয় পরিচয়পত্রেের যে কোন অনাকাংখিত ভূল সংশোধনে আমরা সদা প্রস্তুত।
হারানো/নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনঃ
যেকোন নাগরিকের হারিয়ে যাওয়া অথবা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র পুনঃপ্রদান
ভোটার স্থানান্তরঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস