Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নতুন ভোটার হওয়ার প্রয়োাজনীয় দলিলাদি

নতুন ভোটার হতে হলে নিম্নলিখিত দলিলাদি প্রয়োজনঃ

 ১. অনলাইন জন্মসনদ

২. শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে) 

৩. পিতা-মাতা ও স্বামী/স্ত্রীর এন.আই.ডি. কপি (যদি থাকে) 

৪. বিদ্যুৎ বিল/চৌকিদারী রশিদ (যদি থাকে) 

৫. নাগরিকত্ব সনদ

৬. উপরোক্ত দলিলাদি সমূহ সংগ্রহপূর্বক অনলাইনে আবেদনের প্রিন্ট কপিতে যাচাইকারীর স্থানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর/সদস্য অথবা পৌরসভা/ইউনিয়নের মেয়র/চেয়ারম্যানের সীলসহ স্বাক্ষর নিয়ে অত্র কার্যালয়ে দাখিল করতে হবে।


বিঃ দ্রঃ এই  ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে।