Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত নির্দেশাবলী

জাতীয় পরিচয়্পত্র সংশোধনের জন্য নিম্নলিখিত দলিলাদি প্রয়োজনঃ(সংশোধনের ধরণ অনুযায়ী প্রয়োজন হবে)

১. অনলাইন জন্মসনদ

২. শিক্ষাগত যোগ্যতার সনদ (এস.এস.সি/এইচ.এস.সি/স্নাতক/স্নাতকোত্তর যদি থাকে)

৩. নাগরিকত্ব সনদ

৪. উত্তরাধিকার সনদপত্র/ওয়ারিশসনদ/ পারিবারিক সদস্য সংক্রান্ত প্রত্যয়ন (প্রযোজ্য ক্ষেত্রে)

৫. সংশোধন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের আইডি কার্ডের ফটোকপি (পিতা-মাতা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, সন্তান)

৬. কাবিন নামা/নিকাহনামা, তালাকনামা (প্রযোজ্য ক্ষেত্রে)


অন্যান্য দলিলাদি সংশোধনের ধরণ অনুযায়ী প্রয়োজন হবে (উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, চরফ্যাশন, ভোলা হতে প্রয়োজনীয় দলিলাদির তালিকা সংগ্রহ করা যাবে)


আবেদনের সময়ঃ সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত চলমান থাকবে।


বিঃদ্রঃ আবেদনের জন্য এখানে ক্লিক করে আবেদনের ওয়েবসাইটে যেতে হবে।

নির্ধারিত ফি (প্রথমবার আবেদনের ক্ষেত্রে ২০০/-, দ্বিতীয় বার ৩০০/- ও পরবর্তী যে কোন বার আবেদনের ক্ষেত্রে ৪০০/- টাকা, ১৫% ভ্যাট চার্জ প্রযোজ্য অনলাইনে জমা দিতে হবে। যেমনঃ বিকাশ, ডাচ বাংলা (রকেট) একাউন্ট হতে পে বিল এর মাধ্যমে)